হযরত খিজির ( আঃ) এর তক্তিতে লেখা ৭টি উপদেশ

হযরত খিজির ( আঃ) এর তক্তিতে লেখা ৭টি উপদেশঃ-
হাফেজ ইবনে হাজার আসকালানী(রহঃ) মুনাব্বেহাত গ্রন্থে লিখিয়াছেন।হযরত ওসমান (রাঃ) হইতে বর্নিত আছে,খিজির (আঃ) ভগ্ন দেওয়ালের নীচ  হইতে এতিম ছেলের জন্য যে সম্পদ বাহির করিয়াছেন,উহা ছিল একিট স্বর্নের পাত।উহাতে  নিম্নোক্ত ৭টি লাইন লেখা ছিল ।

১/আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যে মউতকে নিশ্চিত ভাবে জানিয়াও কেমন করিয়া হাসে।
২/ আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যে ইহা জানে এই দুনিয়া এক দিন খতম হইয়া জাইবে।তবুও কেমন করিয়া দুনিয়ার দিকে আকৃষ্ট হয়।
৩/আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যে ইহা জানে যে সবকিছু আল্লাহর তরফ হইতে নির্দিষ্ট হইয়া আছে,(অর্থাৎ তকদির বিস্বাশ করে।) তবুও তহার কোন জিনিস হাছিল না হইলে কেন আফসোস করে।
৪/ আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যার আখেরাতে হিসাব দেওয়ার পূর্ন বিশ্বাস আছে,তবুও সে ধন-সম্পধ জমা করে।
৫/আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যে জাহান্নামের আগুন বিশ্বাস করে,তবুও সে কেমন করিয়া গুনাহ করে।
৬/ আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যে আল্লাহ পাককে জানে,তবুও সে কেমন করিয়া অন্য জিনিসে আলোচনা করে।
৭/ আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যাক্তির উপর,যে বেহেশ্তের সুখ-শান্তির কথা জানে,তবুও সে কি করিয় দুনিয়ার কোন জিনিসের দ্বারা সান্তি পায়।

কোন মন্তব্য নেই

sebastian-julian থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.