লুঙ্গির অবাক করা ২৩ টি উপকারীতা
লুঙ্গি একটি অতি পরিচিত পোশাক, যা আমাদের দেশের সকলের কাছে অতি পরিচিত। লুঙ্গি পরিধান করতে সবাই কম্পোর্ট ফিল করে। লুঙ্গি পরিধানের অনেক উপকারীতা আছে।
লুঙ্গির ২৩ টি উপকারীতা :
১। ভেন্টিলেশন ব্যবস্থা ভালো❗
২। ইস্ত্রির ঝামেলা নেই❗
৩। ভাঁজ করা সহজ❗
৪। ইউজার ফ্রেন্ডলী, বিশেষ করে টয়লেটে এবং ❗
৫। প্রয়োজনে টাওয়েলের কাজ করে❗
৬। টিস্যুর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়❗
৭। পরতে ও খুলতে ঝামেলা নেই। হুক, বেল্ট, চেইন এসব লাগে না❗
৮। মরা গিট্টু বা ফস্কা গিট্টু দুইভাবেই পড়া যায়❗
৯। ফিটিং এর ঝামেলা নাই, যে কোন মাপের কোমরের জন্য উপযুক্ত❗
১০। চাইলে ফুল না চাইলে হাফ এমন কি শর্টস (লেংটি) হিসেবে ব্যবহারযোগ্য❗
১১। হাল্কা শীতে দিনে কাঁথা/চাদর হিসেবে ইউজ করা যায়❗
১২। পণ্য বহনে ব্যাগের ন্যায় (কোচড়) ব্যবহার করা যায়❗
১৩। গোছলের সময় সাবান ডলার কাজে ব্যবহার করা যায়❗
১৪। পরনে রেখেই সময়ে অসময়ে এটা সেটা মোছা যায়❗
১৫। ছিঁড়ে গেলেও কাঁথায় ব্যবহার করা যায়❗
১৬। ইচ্ছামতো ভিজানো ও শুকানো যায়❗
১৭। ভেতরে আন্ডার গার্মেন্টস লাগে না❗
১৮। ঘর মোছার ন্যাকড়া হিসেবে ব্যবহার করা যায়❗
১৯। আসবাবপত্র মোছতে সহায়তা করে❗
২০। সর্বোপরি, রান্নার পর ডেকচি মোছার কাজে লুছনি হিসেবে ব্যবহার করা যায়❗
২১।রাস্তায় জলাবদ্ধতা হলে লুঙি প্রয়োজন মত উচিয়ে না ভিজিয়েই পার হওয়া যায়❗
২২।প্রয়োজনের সময় জায়নামাজ হিসেবে ব্যবহার করা যায়❗
২৩।প্রকাশ্যে ড্রেস চেন্জ করার জন্য লুঙির ব্যবহার সর্বজন বিদিত
সমস্যা একটাই, ইজ্জত সামলে রাখতে হয়। কপাল খুললে সবাই অখুশি হলেও নিজে খুশি, কিন্তু লুঙ্গি খুললে সর্বনাশ❗
এরপরও লুঙ্গির তুলনা লুঙ্গিই❗😆
কোন মন্তব্য নেই