যেসব ব্যক্তির দোয়া কবুল হয় ও যাদের দোয়া কবুল হয়না

 যেসব ব্যক্তির দোয়া কবুল হয়ঃ

১/ সন্তানের জন্য পিতা-মাতার দোয়া, পিতা-মাতার জন্য সন্তানের দোয়া।

২/ বিপদ গ্রস্থ ব্যক্তির দোয়া।

৩/ মজলুম ব্যক্তির দোয়া।

৪/ মুসাফিরের দোয়া।

৫/ রোগীর দোয়া।

৬/ হাজী সাহেবের দোয়া, হজ্জ চলাকালীন ও হজ্জের পর ৪০দিন যাবত।

৭/ এক মুসলমান অপর মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করলে।

৮/ নেককার ব্যক্তির দোয়া।

৯/ বন্ধুদের পরস্পরের জন্য দোয়া ।

১০/ বাদশা যিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন।

১১/ ন্যায় বিচারকের দোয়া।

১২/ ধর্ম যুদ্ধের যোদ্ধাদের দোয়া।

১৩/ ত্বালেবুল ইলমদের দোয়া।


যাদের দোয়া কবুল হয়নাঃ

১/ পিতা-মাতার অবাধ্য সন্তানের দোয়া।

২/ স্বামীর অবাধ্য স্ত্রীর দোয়া।

৩/ হারাম ভক্ষণকারীর দোয়া।

৪/ নেশা গ্রস্থ ব্যক্তির দোয়া।

৫/ মনিবের নাফরমান কর্মচারীর দোয়া।

৬/ মুনাফিক ও চোগল খোরের দোয়া।

৭/ র্শিক্ কারী ও অন্তরে হিংসা পোষণকারীর দোয়া।

তবে এসব ব্যক্তি তওবায় ’নাছুহা’ করে ফিরে আসলে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে।



কোন মন্তব্য নেই

sebastian-julian থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.