মক্কা শরীফ ও মদীনা শরীফের বিশেষ কিছু স্থানের দোয়া কবুল হয়। অর্থাৎ আল্লাহ ঐসব স্থানের দোয়া ফেরৎ দেননা। যদি বানদাহ্ ত্রটিমুক্ত হয়ে দোয়া করে।

 মক্কা শরীফ ও মদীনা শরীফের বিশেষ কিছু স্থানের দোয়া কবুল হয়। অর্থাৎ আল্লাহ ঐসব স্থানের দোয়া ফেরৎ দেননা। যদি বানদাহ্ ত্রটিমুক্ত হয়ে দোয়া করে তাহলে আল্লাহ্ তায়ালা তা কবুল করে নেন। বানদাহ্কে নিরাশ করেন না।


১/ কাবা ঘরে দৃষ্টি পড়ার সময়।

২/ কাবার দরজায়।

৩/ তাওয়াফের স্থানে।

৪/ হাজরে আসওয়াদের নিকটে।

৫/ হাজরে আসওয়াদ ও কাবা ঘরের দরজার মধ্যবর্তী স্থানে, অর্থাৎ মুলতাযামে।

৬/ হাতিমের মধ্যে।

৭/ মীযাবে রহমতে।

৮/ রুকনে ইয়ামানিতে।

৯/ যমযমের নিকটে।

১০/ সাফা ও মারওয়া পাহাড়ে। মাতাফ বা তাওয়াফের স্থানে।

১১/ মাকামে ইবরাহীমের পেছনে।

১২/ আরাফার ময়দানে।

১৩/ মুযদালিফায়।

১৪/ মীনার ময়দানে।

১৫/ শয়তানকে কঙ্কর মারার স্থানে।

১৬/ জাবালে রহমতে।

১৭/ গারে হেরা ও গারে সূরে।

১৮/ জান্নাতুল মোয়াল্লায়।

১৯/ মদীনার মসজিদে, নবিজীর রওজার পাশে।

২০/ রিয়াজুল জান্নাতে।

২১/ জান্নাতুল বাকীতে।

২২/ ওহুদের প্রান্তরে (কবর স্থানে)।

২৩/ বাবে জিব্রাঈল ও বাবে সালামে।



কোন মন্তব্য নেই

sebastian-julian থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.