আগামী মাসেই পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে
আগামী মাসেই পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সময় পেলেই নির্দিষ্ট তারিখ ঠিক করা হবে। মূল সেতুর কাজ ৯৮% সম্পন্ন হয়েছে, অবশিষ্ট কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।
অর্থনৈতিক গুরুত্ব:
পদ্মা সেতু মাওয়া-জাজিরা পয়েন্ট দিয়ে দেশের কেন্দ্রের সাথে দক্ষিণ-পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি করবে। সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এছাড়াও সেতুটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত হচ্ছে। সেতুটিতে রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। জুলাই মাসেই রেল সংযোগের কাজও শুরু হচ্ছে। সেতুটি চালু হলে দেশের জিডিপি ১.২% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। (Collected)
কোন মন্তব্য নেই